কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুই হলো উপজেলা কৃষি অফিস। সক্রিয় ব্রহ্মপুত্র প্লাবন ভূমি এবং পুরাতন ব্রহ্মপুত্র প্লাবন ভূমি নিয়ে অত্র উপজেলাটি গঠিত। ফসলে যেমন বহুমুখিতা রয়েছে, তেমনি রয়েছে উচ্চ ফলনশীলতা। আধুনিক কৃষি কলাকৌশল প্রবর্তনের সাথে সাথে এই উপজেলায় নিজস্ব খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি সারা দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রমহ্রাসমান চাষ যোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকের নিকট চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভুট্টা, সরিষা ও আলুসহ শাক-সবজীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অত্র উপজেলাটি সবজী চাষের জন্য সম্ভাবনাময় একটি উপজেলা। দিন দিন ফল বাগানের পরিমাণ সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে বিগত চার বছরে চালের মোট উৎপাদন হয়েছে 5.85 লক্ষ্য মেঃ টন খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ তৈরি ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্যে অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়ণের লক্ষ্যে নারীসহ বিগত তিন বছরে প্রায় 1500 জন কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রায় 30% নারী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS